Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘টাকা নিয়ে আমার বিরুদ্ধে যৌন হেনস্তার গল্প বানাচ্ছেন মহিলারা’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৮ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview


মহিলারা আমার বিরুদ্ধে ‘যৌন হেনস্থার গল্প বানিয়ে’ সংবাদমাধ্যমে ছড়িয়েছেন। আর এর জন্য মহিলাদের যথেষ্ট অর্থও দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প।

মহিলারা কেন ফাঁসাতে চাইছেন, এব্যাপারে তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতির পদে তার মনোনীত প্রার্থী ব্রেট ক্যাভানাকে নিয়ে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় এবার প্রেসিডেন্টকেই নিশানা করা হচ্ছে। ক্যাভানার পক্ষে দাঁড়ানোয় তাঁকেও কোণঠাসা করা হচ্ছে বলে মনে করেন ট্রাম্প।

ক্যাভানার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তার প্রতিক্রিয়া, আমি বিষয়টা অন্য ভাবে দেখি। কারণ আমার এমন অভিজ্ঞতা বহু বার হয়েছে।

প্রেসিডেন্টের জানিয়েছেন, আমার ধারণা, চার জন মহিলা মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছেন আমায়। এ জন্য তাদের বিপুল অর্থও দেওয়া হয়েছে।

যদিও বাস্তবে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন অন্তত ১৬ জন মহিলা। আর প্রেসিডেন্ট সব ক’টি অভিযোগই উড়িয়ে দিয়েছেন।

ট্রাম্প যতই ক্যাভানার পাশে দাঁড়ান, ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ক্রিস্টিন ব্লেসি ফোর্ড তাকে ছেড়ে দেবেন না বলে জানিয়েছেন। ব্রেট-ক্রিস্টিন কিশোর বয়সে পরস্পরকে চিনতেন। হেনস্থার ঘটনাটিও সে সময়ে ঘটে বলে ক্রিস্টিনের দাবি।

ওই মহিলার কথায়, ৩৬ বছর আগে মেরিল্যান্ডের হাউস পার্টিতে যা হয়েছিল, তা কখনও ভুলতে পারব না।

এ ব্যাপারে মার্কিন সেনেটের বিচারবিভাগীয় কমিটির মুখোমুখি হয়ে সাক্ষ্য দিয়েছেন ক্রিস্টিন। সেই কমিটির সামনে দাঁড়িয়ে নিজের অবস্থান জানাবেন ক্যাভানাও। ওই শুনানির উপরে নির্ভর করবে বিচারপতি পদে ক্যাভানা আদৌ বসবেন কি না।

অতীতে কীভাবে ক্যাভানা তাকে হেনস্থা করেছেন, বিচারবিভাগীয় কমিটির সামনে তার পুঙ্খানুপঙ্খ বিবরণ দিয়েছেন ক্রিস্টিন। কাউন্সেলিং ছাড়া তিনি আর কোথাও এসব তথ্য বিশদে বলেননি বলেও জানান ত্রস্ত ক্রিস্টিন। তার দাবি, এ বছর সুপ্রিম কোর্টের বিচারপতি পদের মনোনীত প্রার্থীদের তালিকায় ক্যাভানার নাম দেখে চমকে যান তিনি। তখনই ঠিক করেন, সব কিছু প্রকাশ্যে আনা প্রয়োজন।

তার কথায়, কাজটা খুবই কঠিন ছিল। কিন্তু এটা করতেই হতো।

শুধু ক্রিস্টিন নয়, ক্যাভানার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ডেবোরা রামিরেজ নামে আর এক মহিলা। তার দাবি, ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে অশালীন আচরণ করেছিলেন ক্যাভানা। গতকাল জুলি সোয়েটনিক নামে আর এক মহিলা অভিযোগ আনেন ক্যাভানার বিরুদ্ধে। তবে ক্যাভানা তা মিথ্যে বলে উড়িয়ে দেন। সেনেটে থাকা বিচারকও জানান, ওই মহিলার অভিযোগের সারবত্তা নেই।

বিতর্ক সত্ত্বেও ট্রাম্প প্রশংসাই করেছেন ক্যাভানার। তবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যদি ক্রিস্টিনের অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয় এবং ক্যাভানা দোষী সাব্যস্ত হন, তা হলে সুপ্রিম কোর্টের বিচারপতি পদের মনোনয়ন নিয়ে তিনি অবশ্যই দ্বিতীয় বার ভাববেন।

Bootstrap Image Preview