Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'পার্বত্য জনপদের উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে'

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৬ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


অত্র মাটিরাঙ্গার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব আপনাদের। আমরা আপনাদের পাশে থেকে সর্বদা সরকারি কর্মকান্ড বাস্তবায়ন করে যাবো। অপারেশন উত্তোরনের আওতায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে সহযোগিতা করে আসছে এবং এই পার্বত্য জনপদের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ক্ষেত্রে ও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাবে এভাবেই নিজের অবস্থানের কথা জানালেন মাটিরাঙ্গা জোনের নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ। আজ বৃহস্পতিবার ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর বিদায়ী অধিনায়ক লে. কর্ণেল মো. রাইসুল ইসলাম।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম প্রমুখ। সভাপতির বক্তব্যে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর বিদায়ী অধিনায়ক লে. কর্ণেল মো. রাইসুল ইসলাম বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ও অপারেশন উত্তোরনের আওতায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। পাহাড়ে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের দৌরাত্ম বন্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মো. মাজহারুল ইসলাম ভুঁইয়া, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন, পিপিএম। মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. মাসুম ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview