Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে পাসপোর্ট দালালসহ আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৯ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর শহরের কুলপদ্দি বাজারের পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক দালালকে আটক করা হয়। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালায় র‍্যাব। আটককৃত দালাল হলেন- আরিফ হোসাইন খান

অপরদিকে র‌্যাবের একটি দল ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চৌধুরী ওয়াহিদুজ্জামানকে গ্রেফতার করে

বুধবার (২৬ সেপ্টেম্বর) মাদারীপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, মাদারীপুর শহরের কুলপদ্দি বাজারের পাসপোর্ট অফিস এলাকায় দালাল চক্রের সদস্য আরিফ টেলিকম দোকানের মালিককে আটক করা হয়। স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আটককৃতকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান টাউট আইন ১৮৭৯ এর ২ (ক) ধারার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানা আদায় করে আসামিকে ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে, র‌্যাবের একটি দল ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ভাঙ্গা থানা এলাকার পশ্চিম হাসানদিয়া গ্রামের ওয়াহিদুজ্জামানকে ৫ বোতল ফেনসিডিল, মাদক বিক্রিত নগদ টাকা, ১টি মোবাইল, ১টি সীমকার্ডসহ আটক করা হয়। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।

Bootstrap Image Preview