Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে নারীদের সততার চর্চায় সততা স্টোর উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫১ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫২ AM

bdmorning Image Preview


নওগাঁর সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার বিস্তার, নারী শিক্ষার লেখা-পড়ার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও নারীদের সততা চর্চা, দূর্নীতির বিরুদ্ধে গণসচেতনতার লক্ষ্যে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল হক এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও সততা স্টোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ আবু এরফান আলী, জেলা পরিষদ সদস্য মন্মথ সাহা, ওসি তদন্ত মনির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধীর চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন প্রমুখ।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview