Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৭ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৭ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের দ্বারিখৈর সাহেবের হাট খলিশাডাঙ্গা নদীতে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে নৌকা বাইচে অংশ নেয় ৪টি নৌকা। বিপুল সংখ্যক দর্শক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। ৪টি করে নৌকার অংশগ্রহণে প্রতিদিন বিকেল ৪টায় এই প্রতিযোগিতা শুরু হবে। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে এবং আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড সদস্য কার্তিক চন্দ্র বিশ্বাস, আক্তার আলী, বাবলু, রবিউল, আব্দুল মজিত, আউব আলী, ইসমাইল হোসেন, আলহাজ্ব হোসেন আলী, প্রফেসর রবিউল ইসলাম, আব্দুল আওয়াল, আব্দুল মোতালেব, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী প্রমুখ।
 

Bootstrap Image Preview