Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পলিকল্পিতভাবে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


মাদারীপুর সদর উপজেলায় শাহজাদী বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সংসার জীবনের তিন মাসের মাথায় স্বামী বাবু সরদার পরিকল্পিতভাবে শাহজাদী বেগমকে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।

আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করা হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, কয়েক বছর পূর্বে মাদ্রা এলাকার শাহ আলম খানের মেয়ে শাহজাদী আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় মাদারীপুর পৌরসভার রকেট বিড়ি এলাকার খালেক সরদারের ছেলে বাবু সরদার। পরে ২০১৩ সালে তারা বিয়ে করেন। শাহজাদী বিয়ের তিন মাসে পরই সন্তান প্রসব করলে ক্ষুব্ধ হন বাবু সরদার। পরে শাহজাদীকে হত্যার পরিকল্পনা করেন বাবু। একপর্যায়ে বাবুর বন্ধু নাইম চৌকিদার, উজ্জল খান ২০১৩ সালে ২৮ জুলাই সন্ধ্যায় পলিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করে।

এ ঘটনায় একই বছরের ১১ আগস্ট নিহত শাহজাদীর মা নাছিমা বেগম বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শাহজাদীর স্বামী বাবু সরদার ও তার বাবা-মাকে আসামি করা হয়।

এদিকে পুলিশ তদন্ত শুরু করলে আসামি বাবুর বাবা মা নির্দোষ প্রমাণিত হওয়ায় তালিকা হতে তাদের বাদ দেয়। এবং বাবুর বন্ধু নাইম ও উজ্জলের নাম অর্ন্তভূক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

পরে আসামি বাবুকে জিজ্ঞাসাবাদ করা হলে সত্যতা প্রকাশ পায়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার বিবরণ দেয় বাবু। হত্যা করে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলার কথা স্বীকার করেন তিনি।

মাদারীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট ইমরান লতিফ বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহজাদীর স্বামীসহ তিনজনকে আসামি তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

Bootstrap Image Preview