Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে অপহরণের ৩ ঘন্টার মধ্যে শিশু উদ্ধার, আটক ২

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩১ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩১ AM

bdmorning Image Preview


হবিগঞ্জ শহরতলীর রামপুর থেকে অপহরণে ৩ ঘন্টার মধ্যে অপহৃত শিশু অভিজিৎ সূত্রধর (১১) উদ্ধার করেছে  পুলিশ। গতকাল সোমবার চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কের চাকলাপুঞ্জি ব্রীজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ অপহরণকারীকে আটক করা হয়েছে। অভিজিৎ সূত্রধর কাঠ ব্যবসায়ী অভিনয় সূত্রধরের ছেলে। 

সোমবার এক সংবাদ সম্মেলনে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ।

তিনি জানান,  সোমবার দুপুরে স্কুল থেকে এসে অভিজিৎ খাওয়া দাওয়া শেষে বাড়ির পাশে মাঠে খেলতে যায়। এ সময় তাকে পার্শ্ববর্তী মজলিশপুর গ্রামের সিরাজ আলীর ছেলে কিতাব আলী ও পুরাতন পাথারিয়া গ্রামের প্রফুল্ল সরকারের ছেলে রিপন সরকার অপহরণ করে নিয়ে যায়। পরে অভিনয় সূত্রধরের মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ সময় অভিনয় থানায় জিডি করেন।  

এদিকে তাৎক্ষণিক পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর নির্দেশে জেলার সবকটি সড়কে চেক পোষ্টা বসানো হয় এবং জেলা গোয়েন্দা শাখা থেকে মোবাইল ট্র্যাকিংও শুরু করা হয়। এ সময় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আজমিরুজ্জামান এর নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কের চাকরাপুঞ্জি ব্রীজে সিএনজি থেকে অচেতন অবস্থায় শিশু কে উদ্ধার ও অপহরণকারী কিতাব আলী ও রিপন সরকারকে আটক করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা আকাশের নির্দেশে শিশু অভিজিৎকে অপহরণের কথা স্বীকার করেছে। তাদের নিকট থেকে একটি ছুরা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান,  ২ ভাড়াটে অপহরণকারীকে ৫লাখ টাকা দেয়ার শর্তে শিশুর প্রতিবেশি দীলিপ সূত্রধরের ছেলে আকাশ সূত্রধর ভাড়া করে কিতাব আলী ও রিপন সরকারকে। ১০ লাখ টাকা মুক্তিপন আদায় করে পরে হত্যা করার নির্দেশ দেয় আকাশ। সে অনুযায়ী খেলার মাঠ থেকে শিশু অভিজিৎকে অপহরণ করে সিএনজি যোগে পালিয়ে যাবার চেষ্টা করে।

অপহরণের মূল হোতা আকাশ সূত্রধর পলাতক রয়েছে। এ ঘটনায় অপহৃত শিশুর বাবা বাদি হয়ে সদর থানায় একটি হত্যার উদ্দেশ্যে অপহরণের  মামলা দায়ের করেছেন।

 

Bootstrap Image Preview