Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মোনালিসার ধর্ষককে’ দুবাই থেকে ধরে এনে আদালতে হাজির, অতঃপর...

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৯ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৯ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্রী মোনালিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে মূল আসামিকে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত এ রায় দেন।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, গত ১৭ সেপ্টেম্বর ইন্টারপোলের মাধ্যমে আসামি আবু সাঈদকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে গ্রেফতার করা হয়। পরে সব প্রক্রিয়া শেষে তাকে দেশে নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, গ্রেফতারকৃত আবু সাঈদ (২২) ফতুল্লার পশ্চিম দেওভোগ বড় আমবাগান এলাকার ইকবাল হোসেনের ছেলে। নিহত মোনালিসা আক্তার একই এলাকার ব্যবসায়ী শাহীন বেপারীর মেয়ে। সে হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

উল্লেখ্য, গত ৩ মাস আগে আবু সাঈদ বিয়ে করার জন্য দুবাই থেকে বাংলাদেশে আসে। পরে পাশের বাড়ির মোনালিসাকে বিয়ের প্রস্তাব দেয় সাঈদের পরিবার। কিন্তু মেয়ের বয়স অল্প হওয়ায় সাঈদের প্রস্তাবে রাজি হয়নি মোনালিসার পরিবার। পরে সাঈদ পাশের এলাকার ইভা নামে এক মেয়েকে বিয়ে করে। কিন্তু ২ ফেব্রুয়ারি একা বাড়ি পেয়ে মোনালিসাকে ধর্ষণের পর হত্যা করে। পরে ঘটনা আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে দেয়। এ ঘটনার পর আবু সাঈদ দুবাই পালিয়ে যায় বলে নিশ্চিত করেছিল তার পরিবার। অগ্রিম রিটার্ন টিকিট থাকায় পালিয়ে যেতে কোনো বেগ পেতে হয়নি তাকে।

পরে একই রাতে ফতুল্লার পশ্চিম দেওভোগ বড় আমবাগান এলাকা নিজ বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোনালিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Bootstrap Image Preview