Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খিলক্ষেতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৬ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর খিলক্ষেত এলাকায় রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী পিন্টু ইসলামের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্তো পিন্টু ইসলাম পলাতক রয়েছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খিলক্ষেত নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খিলক্ষেত থানা (ওসি তদন্ত) এবি. এম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি এবি. এম আসাদুজ্জামান জানান, গত দুই মাস পূর্বে নামাপাড়া এলাকার পাঁচ তলা একটি ভবনে ভাড়ায় থাকা শুরু করেন রিনা আক্তার। ঐ ভবনের নিচ তলায় স্বামী ও তাদের একমাত্র সন্তানসহ থাকতেন তিনি। এ হত্যাকাণ্ডের সময় তাদের সন্তান বাসায় ছিল না।

তিনি আরও জানান, রিনার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, রিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পিন্টু পলাতক রয়েছেন।

বিস্তারিত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

Bootstrap Image Preview