Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাহিরপুরে অস্ত্র মামলার পলাতক আসামিসহ গ্রেফতার ৪

হাবিব সরোয়ার, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুরে অস্ত্র মামলার এক পলাতক আসামিসহ ৪ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার উপজেলার বাদাঘাট ও সীমান্তবর্তী জঙ্গলবাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সীমান্তবর্তী জঙ্গলবাড়ি গ্রামের কাদের মিয়ার ছেলে অস্ত্র মামলার পলাতক আসামি নূরে আলম ওরফে মনির। একই উপজেলার লামাপাড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে হোসাইন আহমদ , কাঁশতাল চরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে দিলোয়ার হোসেন ও তারই সহোদর আবির আহমদ কবির।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন জানান, উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে পর্ণগ্রাফি ব্যবসার অভিযোগে নীল ছবি (ব্লফিল্ম) সংবলিত ৩টি মনিটর, ৩টি হার্ডডিস্ক ,৩টি সিপিওসহ হোসাইন, দিলোয়ার, আবিরকে সন্ধায় বাদাঘাট বাজার থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, ওরা দীর্ঘদিন থেকে কম্পিউটার ব্যবসার আড়ালে এলাকার শিক্ষার্থী ও উঠতি বয়সী তরুণদের মুঠোফোনে নীল ছবি আপলোড করে বিপদগামী করে আসছিলো।

অপরদিকে উপজেলার সীমান্তবর্তী জঙ্গলবাড়ি গ্রামের অস্ত্র মামলার পলাতক আসামি নূরে আলম মনিরকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির টহল দল পৃথক অভিযান চালিয়ে সোমবার বিকেলে তার নীজ বাড়ি থেকে গ্রেফতার করে।


 

Bootstrap Image Preview