Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে 'বন্দুকযুদ্ধে' ডাকাতি মামলার আসামি নিহত 

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫১ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫১ AM

bdmorning Image Preview


মাদারীপুর সদর উপজেলায় ‘কথিত’ বন্দুক যুদ্ধে আলিম মোল্লা ওরফে আলি মোল্লা নামে এক যুবক নিহত হয়েছে।নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের দাবি নিহত যুবক একাধিক ডাকাতি ও চুরি মামলার আসামি।

উপজেলার শিড়খারা এলাকায় আজ সোমবার ভোরে এ ঘটনাটি ঘটে। নিহত আলিম মাদারীপুরের ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের সামসুল হক মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকায় সোমবার গভীর রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এই সংবাদের ভিত্তিতে মাদারীপুর গোয়েন্দা পুলিশ ঘটনাস্থালে গেলে ডাকাতরা গুলি ছুড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছুড়ে। গুলাগুলির এক পর্যায় ডাকাত দল পালিয়ে গেলে গুলিবিদ্ধ একযুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার জানান, নিহতের বিরুদ্ধে মাদারীপুর ও রংপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সে মোটরসাইকেল চোর চক্রের সক্রীয় সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইগান উদ্ধার করে।

Bootstrap Image Preview