Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিসি ক্যামেরা ‘দেখেও’ ঘরে ঢুকে চোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৩ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


১৪  সেপ্টেম্বর পুরান ঢাকার চকবাজার থানাধীন এলাকার একটি বাসা থেকে দুটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়ে যায়। এই ঘটনার পর ওইদিনই চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আল আমিন।

এক সপ্তাহ পার হলেও এখনো হারানো মোবাইলের সন্ধান কিংবা চোরকে খুঁজে পায়নি পুলিশ। কিন্তু আল আমিনের বাসার ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরায় একটি ফুটেজের সন্ধান মিলেছে। সেই ফুটেজের ওপর ভিত্তি করেই চোরকে খুঁজছে পুলিশ।

সিসি ক্যামেরায় ফুটেজে দরজার সামনে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওইদিন সকালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফরমাল প্যান্ট ও শার্ট পড়া এক যুবক বাসার সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসেন। এরপর তিনি আল আমিনদের ফ্ল্যাটের দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি আশপাশে বেশ ভালোভাবে তাকাচ্ছিলেন। ঘরে প্রবেশের আগে ওই যুবককে দরজার পাশে লাগানো সিসিটিভির দিকে কয়েক সেকেন্ড তাকাতে দেখা যায়। সিসি ক্যামেরা লাগানো দেখার পরও তাকে ঘরে ঢুকতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘হারানো মোবাইলগুলো ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধানের চেষ্টা করা হচ্ছে। আর ভিডিও ফুটেজে দেখতে পাওয়া ওই ব্যক্তি সম্পর্কেও খোঁজ-খবর করা হচ্ছে। ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া গেলে ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview