Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় ১৭৪ জন উপকারভোগী ঘর পেয়েছেন

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০০ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৬ AM

bdmorning Image Preview


বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পের ২০১৭-১৮ অর্থ বছরে ফরিদপুরের সালথায় ১৭৪ টি গৃহ নির্মাণের কাজ বরাদ্দ করা হয়েছে।

এবছরে উপজেলার ৮টি ইউনিয়নের ১৭৪ জন উপকারভোগী আশ্রয়ণের এ উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। 

যদুনন্দী ইউনিয়নের বড়-খারদিয়া গ্রামের উপকারভোগী ইকরাম শেখ ও গট্টি ইউনিয়নের হাবেলী গট্টি গ্রামের জামাল খান বলেন, আমাদের জমি আছে কিন্তু ঘর না থাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কার্যালয়ের বরাদ্দ থেকে ঘর পাওয়ার আশায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশের হাসানের কাছে আমরা ঘরের জন্য আবেদন করি।

ইউএনও স্যার গত এক মাস আগে লোক দিয়ে আমাদের ঘর নির্মাণ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা আজ মাথা গুজার ঠাই পেয়েছি। তাই এই সরকারকে ক্ষমতায় আনতে আমরা আবারও নৌকায় ভোট দিব। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশের হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পের ২০১৭-১৮ অর্থ বছরে যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদেরকেই গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। আরও যারা ঘর পাওয়ার উপযুক্ত তারা পর্যায়ক্রমে ঘর পাবেন।  

Bootstrap Image Preview