Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় ঘরে ঢুকে বাংলাদেশি দম্পতিসহ শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যা

এস.আই.রনি, দ.আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫২ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫২ AM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী তার স্ত্রী-সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার ( ২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার ইস্টার্নকেপ প্রভিংসের কুইন্সটাউনের নিকটস্থ কপিনবাবায় বাসায় হামলা করে তাদের হত্যা করা হয়।

বাংলাদেশি ওই ব্যবসায়ীর নাম ইউনুস। এই ঘটনায় সন্ত্রাসীদের হাতে আহত হয়েছেন ওই ব্যবসায়ীর দোকানের কয়েকজন কর্মচারী। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ঘটনার দিন রাতে নিজের ব্যবসায়ীক দোকানের পিছনের বাসায় ছিলেন ইউনুস তার আফ্রিকান স্ত্রী এবং তার বছরের শিশু সন্তান। এসময় একদল কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী দোকান ভেঙ্গে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হানা দেয় এবং তার বাসায় ঢুকে পরেএসময় সন্ত্রাসীরা ইউনুসের হাত পায়ের রগ কেটে দেয় এবং তার স্ত্রীকে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দেয় একপর্যায় তাদের অবুঝ সন্তানকেও হত্যা করে

তারা দোকানে অবস্থানরত কর্মচারীদের উপরও সন্ত্রাসীরা হামলা করে তাদের জোরপূর্বক পেট্রোল কেরোসিন পান করায় একপর্যায় লাশ পুড়িয়ে ফেলতে দোকানে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা পরে স্থানীয়রা এবং পুলিশ এসে নিহতদের লাশ এবং আহতদের হাসপাতাল নিয়ে যায় প্রাণে বেঁচে যাওয়া কর্মচারীরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং নিহত বাংলাদেশি ইউনুস তার আফ্রিকান স্ত্রী সন্তানের মৃতদেহ পুলিশি হেফাজতে মর্গে রাখা হয়েছে

নিহত ইউনুসের দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আলিরটেকে। তার পিতার নাম রহমত উল্ল্যাহ এখন পর্যন্ত এমন নৃশংস হত্যার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।

Bootstrap Image Preview