Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যে কারণে বাজারে জনপ্রিয় কম দামি আইফোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১১ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গত বছরে অ্যাপল প্রথমবারের মতো তাদের ১ হাজার মার্কিন ডলার মূল্যের ফোন নিয়ে আসে। সম্প্রতি বাজারে নতুন ফোন বিক্রির ঘোষণা দিয়েছে অ্যাপল। এর মধ্যে আলোচিত একটি মডেল আইফোন এক্সআর। এতে পুরো ডিভাইস জুড়ে প্রসারিত স্ক্রিন ব্যবহৃত হয়েছে এবং উন্নত ফ্রন্ট সেন্সরগুলো ফেস স্ক্যান করে ফোনটির সুরক্ষা নিশ্চিত করে। ২৬ অক্টোবর থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, অক্টোবর মাসের মধ্যেই প্রায় ২০ মিলিয়ান ফোন তৈরি করে ফেলবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

প্রি-অর্ডারের বহর দেখে অনুমান করা হচ্ছে এই বছর অ্যাপল আইফোন এক্সআর-এর প্রতি ঝোঁক বেশি রয়েছে গ্রাহকদের।

রিপোর্ট অনুযায়ী, আগামী বছর পর্যন্ত এই চাহিদা থাকবে। সম্প্রতি অর্ডারের ৫০ শতাংশের প্রক্রিয়া শেষ হয়ে গেছে।

এখন নতুন আইফোন হাতে পাওয়ার অপেক্ষায় বসে আছেন কয়েক লক্ষ গ্রাহক। ডুয়াল সিমের জন্য চীনে নতুন আইফোনের চাহিদা আগের থেকেও বাড়বে বলে মনে করা হচ্ছে।

প্রশ্ন উঠেছে, আইফোন এক্সআর-এর প্রতি কেন বেশি আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা?

দাম বেশি হওয়ার জন্য নতুন আইফোন এক্সএস ও এক্সএস ম্যাক্সের প্রতি আগ্রহ দেখাচ্ছেন না গ্রাহকরা।

একই ফিচারে সামান্য কম দামে আইফোন এক্সআরের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা। এর প্রধান কারণ এই দুটি ফোনকে একই রকম দেখতে। পিছনে ক্যামেরা সেট আপ ছাড়া বাইরে থেকে দেখে চেনার উপায় নেই এই দুই ফোন।

এছাড়াও দুটি ফোনের রয়েছে একপ্রসেসার ও ফিচার্স। যদিও আইফোন এক্সএস ও এক্সএস ম্যাক্স থেকে অনেকটাই কম দামে পাওয়া যাবে আইফোন এক্সআর।

আইফোন এক্সআর-এ আছে ৬.১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। ফোনের ডিসপ্লের উপরেই থাকবে একটি কালো নচ। নতুন আইফোনের জন্য এই এ১২ বায়োনিক চিপ ডিজাইন করেছে অ্যাপল।

কোম্পানির দাবি এটি এই মুহূর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী মোবাইল চিপ। 

অ্যাপলের নতুন ফোনের এ১২ বায়োনিক চিপে রয়েছে ৭এনএম আর্কিটেকচার ডিজাইন। এছাড়াও থাকবে রিয়েল টাই মেশিন লার্নিং টেকনোলজি। একাধিক নতুন নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এই ফিচার যোগ হয়েছে আইফোনের প্রসেসর।

আইফোন এক্সআর কিনতে খরচ করতে হবে ৯০ হাজার টাকার মত।

Bootstrap Image Preview