Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ যুবক গ্রেফতার

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৭ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৭ AM

bdmorning Image Preview


গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলা থেকে কষ্টি পাথরের মূর্তিসহ সুমন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

উদ্ধারকৃত মূর্তিটি হিন্দু ধর্মাবম্বীদের লক্ষী দেবীর আকৃতির। মূর্তিটির উচ্চতা ১৪ ইঞ্চি ও ওজন সাড়ে ৪ কেজি।

আটককৃত সুমন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পূইশুর গ্রামের সিদ্দিক শিকদারের ছেলে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুইশুর গ্রামে অভিযান চালায় র‌্যাব।

এসময় সুমন পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। তার ব্যাগে তল্লাশী করে মূর্তিটি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, বিভিন্ন স্থান থেকে মূল্যবান মূর্তি সংগ্রহ করে দেশের বাইরে পাচার করে আসছিল বলে সুমন স্বীকার করে। এব্যাপারে কাশিয়ানী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

Bootstrap Image Preview