Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তুরাগ নদী থেকে উদ্ধারকৃত দুই শিক্ষার্থীর পরিচয় মিলেছে

নারী ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৬ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৬ AM

bdmorning Image Preview


তুরাগ নদীর আশুলিয়া ব্রিজ এলাকা থেকে উদ্ধার হওয়া ভাসমান দুই শিক্ষার্থীর মৃতদেহের পরিচয় পাওয়া গেছে নিহত দুই শিক্ষার্থীর নাম সাথী আক্তার সোমা (১৫) এবং আফরোজা আক্তার হেনা (১৬)

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিহতের স্বজনরা থানায় এসে ছবি দেখে মৃতদেহ দুটি শনাক্ত করেন

নিহত সাথী আক্তার সোমা (১৫) আশুলিয়ার ঘোষবাগ এলাকার ইদ্রিসের বাড়ির ভাড়াটিয়া নুরুজ্জামানের মেয়ে এবং আফরোজা আক্তার হেনা (১৬কোন্ডলবাগ এলাকার হানিফের বাড়ির ভাড়াটিয়া মাসুদ মিয়ার মেয়ে

জানা যায়, তারা দুজন বাবা-মায়ের সঙ্গে আশুলিয়া এলাকায় ভাড়া থেকে ঘোষবাগ এলাকায় অবস্থিত ধানমন্ডি রোটারি ক্লাব বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করতো

এদের মধ্যে নিহত সাথী আক্তার সোমা নবম শ্রেণিতে মানবিক বিভাগে এবং আফরোজা আক্তার হেনা একই শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশুনা করতো

ধানমন্ডি রোটারি ক্লাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমারত হোসেন বলেন, গতকাল ওই দুই শিক্ষার্থী স্কুলে আসার জন্য বাড়ি থেকে বের হলেও স্কুলে আসেনি

পরে সন্ধ্যায় আশুলিয়া বাজারের পাশে তুরাগ নদী থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ নিহতের মৃত্যুর খবর গতকাল বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীসহ সবার মাঝে শোকের ছায়া নেমে আসে

বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু বলেন, নিহতরা দুজনই গতকাল স্বজনদের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়েছিলো বলে জানা গেছে তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা

এর আগে বুধবার সন্ধ্যায় আশুলিয়া বাজার সংলগ্ন তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ

Bootstrap Image Preview