Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে সেতুর দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২ AM

bdmorning Image Preview


মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী গ্রামের লোকজন ও ১১৪ নং ত্রিভাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিক্ষার্থী ও এলাকবাসীরা সেতুর দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।

আজ দুপুরে সেতুর দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসীরা জানায়, যোগাযোগের একমাত্র মাধ্যম বাশেঁর সাঁকোটিও কয়েকদিন আগে ভেঙে পড়ে যায়, ফলে তারা বর্তমানে ঐ এলাকার মূল সড়ক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাই অতিসত্তর তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য সেতুটি  জরুরী হয়ে পড়েছে।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিদুজ্জামান নিপুন, সহ-সভাপতি আব্দুল গফুর সরদার, সদস্য ফারুক হাওলাদার, শিক্ষক-ম্যানেজিং কমিটিসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

Bootstrap Image Preview