Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় ৪ নারীসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক

নারী ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৩ PM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯ PM

bdmorning Image Preview


বগুড়ায় বিভিন্ন অভিজাত অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৪ নারীসহ ৬ মাদকব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

রবিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে শহরের বিভিন্ন অভিজাত অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁ সদর থানার হারিছ আহম্মেদের মেয়ে লাবনী (২৮), মরিয়ম আক্তার নিপু (২৫), শিমু (২৩), মনিকা (২০) লাবনীর স্বামী নওগাঁ সদরের আনন্দ নগর এলাকার মৃত আবুল কাসেমের ছেলে লোকমান হোসেন (৪৫) এবং বগুড়া শহরের ঠনঠনিয়া হাজীপাড়ার মৃত জাহেদুর রহমানের ছেলে নাইমুল হাসান শান্ত (২৫)। তাদের নিকট থেকে ২১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

এদিকে রোববার ভোর রাতে যে চার নারীকে ইয়াবাসহ আটক করা হয়েছে তাদের নিয়ে শহরজুড়ে চলছে নানা ধরনের গুঞ্জন। তারা চার জন নিজের বোন। পারিবারিকভাবেই তারা মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। পুলিশ তাদের শহরের বিভিন্ন ফ্লাটবাড়ি থেকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদরের বাসিন্দা চার বোন ও বড় বোনের স্বামী বগুড়া শহরের কয়েকটি অভিজাত আবাসিক অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল।

গোয়েন্দা পুলিশ জানতে পেরে রবিবার ভোর ৬টার দিকে প্রথমে সূত্রাপুরের কমফোর্ট হাউজিংয়ে অভিযান চালায়। সেখান থেকে শিমু ও তার স্বামী নাইমুল ইসলাম শান্তকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালায় মিশন হাসপাতালের পাশে এ্যাবকন দেওয়ান টাওয়ারে।

সেখান থেকে আটক করা হয় মরিয়ম আক্তার নিপু ও তার ছোট বোন মনিকাকে। এরপর মফিজ পাগলার মোড়ে বিকর্ণ টাওয়ারে অভিযান চালিয়ে লাবনী ও তার স্বামী লোকমান হোসেনকে আটক করা হয়। চার বোনের কাছ থেকে পুলিশ মোট ২১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ওসি নূরে আলম সিদ্দিকী।

এবিষয়ে বগুড়া জেলা পুলিশের সহকারী পুলিশের সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী বলেন,  নারী মাদক ব্যবসায়ীদের পেছনে বিশেষ কোনো শক্তি নেই। এরা বিচ্ছিন্নভাবে লোভ এবং লাভের বশবর্তী হয়ে ঝুঁকিপূর্ণ এ পেশায় নেমেছে।

তিনি আরও বলেন, বগুড়া পুলিশ শক্তভাবে এসব মাদক ব্যসায়ীদের দমন করতে কাজ করে যাচ্ছে’।

Bootstrap Image Preview