Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জে নারী ফোরাম এবং নাহাবের যোগসূত্র স্থাপন বিষয়ে ২দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নারী ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৮ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:২২ AM

bdmorning Image Preview


কিশোরগঞ্জে নারী ফোরামের কার্যক্রম এবং নাহাবের (ন্যাশনাল অ্যালায়েন্স অন হিউম্যানিটারিয়ান অ্যাক্টর ইন বাংলাদেশ) সাথে যোগসূত্র স্থাপন বিষয়ে দু'দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) পপি পার্ট মিলনায়তনে এই করমশালা শুরু হয়েছে।

সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হুমায়ুন আহম্মদ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।

আর্প এর নির্বাহী পরিচালক মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পপি এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ কামরুল হোসেন। বক্তব্য রাখেন নাহাবের প্রকল্প কর্মকর্তা বদরুন্নাহার, ফ্যামিলি টাইসের নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী প্রমুখ।
কর্মশালায় অংশ নিচ্ছেন পপি এলনা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা কানিজ ফাতেমা, প্রকল্প কর্মকর্তা (হিসাব) হারুন অর রশিদ, সবার জন্য স্বাস্থ্য এর নির্বাহী পরিচালক মোবারক হোসেন, আর্প এর পরিচালক জাহাঙ্গীর ফকির, আরডিও এর নির্বাহী পরিচালক রুবিনা আক্তার, ডিএসও এর নির্বাহী পরিচালক সাকী আক্তার, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও এলনা প্রকল্পের লীড অ্যাক্টরবৃন্দ।

নারী ফোরামের সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, মাঠ পর্যায়ে শিক্ষনীয় বিষয়গুলোর বাস্তবায়ন এবং নাহাবের সাথে যোগসূত্র উন্নয়নই কর্মশালার উদ্দেশ্য বলে আয়োজকরা জানান। পপি এলনা প্রকল্প ও অক্সফামের সহযোগিতায় আর্প (এসোসিয়েশন ফর রুরাল পুওর) কর্মশালার আয়োজন করেছে।

Bootstrap Image Preview