Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় সাক্ষরতা অভিযানের কার্যক্রম উদ্বোধন

শামিম খান, মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩২ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩২ PM

bdmorning Image Preview


মাগুরা জেলার শ্রীপুর, মহম্মদপুর, শালিখা এ তিন উপজেলার ৫৪ হাজার নিরক্ষর ব্যক্তিকে সাক্ষর জ্ঞান দেয়া হবে। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হবে। এই কাজে নিয়োজিত ২০ জন মাষ্টার ট্রেইনারের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য দেয়া হয়েছে।

আজ রবিবার মাগুরা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট-পিটিআই মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার।

পিটিআই সুপারিনটেন্ডেন্ট বাদল চন্দ্র বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক স্বরজ কুমার দাস, সহযোগি সংস্থা ইসার্ডো নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের।

মাগুরায় এই প্রকল্প বাস্তবায়নকারি সংস্থার অন্যতম ইসার্ডো নির্বাহী পরিচালক জানান, ১৯৯৮ সালে মাগুরায় বিকশিত মাগুরানামে ৯ মাস ব্যাপি সাক্ষরতা অভিযান বাস্তবায়ন শেষে এটিকে বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে মাগুরায় মৌলিক সাক্ষরতা কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ এই ২০ বছরে জেলায় নতুন করে প্রায় ৩০ শতাংশ মানুষ নিরক্ষর হয়ে পড়েছে। যাদের জন্য এই প্রকল্প ইতিবাচক ফল বয়ে আনবে।

এই কার্যক্রম বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ১ হাজার ৮০০ জন শিক্ষক, ৪৫ জন সুপার ভাইজার ও ২০ জন মাস্টার ট্রেইনার নিয়োগ দেয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ৬ মাস। প্রকল্পে শিক্ষার্থীর বয়স ধরা হয়েছে ১৫ থেকে ৪৫ বছর। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইসার্ডো ও রোভা ফাউন্ডেশন মাগুরায় এ কার্যক্রম বাস্তাবায়ন করছে।

Bootstrap Image Preview