Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্তরে বঙ্গবন্ধু’র ম্যুরাল উদ্বোধন

বশির আল মামুন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল জাগ্রত রেসকোর্স উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় সিটি মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন বঙ্গবন্ধুর প্রতিকৃতি (মুর‌্যাল)এর ফলক উম্মোচন করেন। প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে এই মুর‌্যালটি নির্মিত হয়।

এ মুর‌্যাল নির্মাণে সম্পুর্ণ অর্থ যোগান দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মুর‌্যালটি তৈরি করে শিল্পী শ্রীকান্ত আচার্য্য। এগারো ফুট লম্বা ও সাত ফুট প্রস্থ সাইজের মুর‌্যালটি মুল বেদির মাঝখানের প্যানেলে স্থাপন করা হয়েছে। এতে বিশেষ দিনগুলোতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে প্রতিকৃতিতে ফুল দেয়ার ব্যবস্থা রয়েছে। মেডিকেল কলেজে প্রবেশ পথের বামদিকে প্রবেশ পথের দুপাশে ফুলের বাগান ও ওয়াক ওয়ের রয়েছে। গেল বছর ১৭ সেপ্টেম্বর সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এই মুর‌্যাল নিমার্ণের শিলান্যাস স্থাপন করেন।

প্রতিকৃতি উম্মোচনকালে সিটি আ.জ.ম.নাছির উদ্দীন বলেন, এদিনটি আমার জীবনে একটি ঐতিহাসিক দিন। যে নেতার জম্ম না হলে এদেশ স্বাধীন হতো না। সেই ক্ষণজম্মা ও কালজয়ী নেতার প্রতিকৃতি মুর‌্যাল স্থাপন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

এই সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহম্মদ, দক্ষিণ জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রাম শাখা সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা.ফয়সল ইকবাল চৌধুরীসহ চমেক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview