Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে নাশকতা মামলায় আটক ৮

শহিদুল ইসলাম, বেনাপোল প্র‌তি‌নি‌ধিঃ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪১ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪১ AM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাশকতা মামলায় জামায়াত ও বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, বেনাপোলের মমিনের ছেলে যুবদল নেতা কামাল, আব্দুল ছাত্তারের ছেলে আব্দুল কাদের, ইসমাইলের ছেলে কবিরুল,  জামাত নেতা রেজাউলের ছেলে ইমরান, কাওছারের ছেলে আজিজুর রহমান, জনাব আলীর ছেলে আজগার আলী, হানিফ আলী মোড়লের ছেলে  এনায়েত আলী ও রফিজুল রইসলামের ছেলে ইসমাইল হোসেন।

পুলিশ জানায়, গোপন খবরের ভি‌ত্তি‌তে জানতে পারি বেনাপোল সীমান্তে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বেশ কিছু মানুষ পরিকল্পনা করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ৮ জামায়াত ও বিএনপির নেতাকর্মীকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১৮টি বিভিন্ন প্রকারের দেশিয় অস্ত্র ও ১৪টি হাতবোমা পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview