Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ২৪ শিবির নেতাকর্মী আটক

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫১ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫১ AM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরের চকবাজার, বাকলিয়া, ডবলমুরিং ও পতেঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযানে ছাত্র শিবিরের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ডবলমুরিং থানা ছাত্র শিবিরের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোরশেদুল আলম এবং থানা সেক্রেটারি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল মিনহাজ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরীর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার কালামিয়া বাজার এলাকা থেকে সাতজন ও রসুলবাগ আবাসিক এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল শিবির নাশকতরা পরিকল্পনা করার জন্য গোপন বৈঠকে মিলিত হচ্ছে। আটককৃতদের যাচাই-বাছাইয়ের কাজ চলছে।’ আটকরা হলেন- রফিকউল্লাহ (২০), মোশাররফ হোসেন (১৯), মঈন উদ্দিন (২০), আবু নাছের (১৯), শেখ আবদুল্লাহ (২১), এম এ ইসলাম (১৯), সিরাজুল ইসলাম (২১), আজম উদ্দিন (২২), আসিফুর রহমান জুয়েল (১৯), শাহাদাত উল্লাহ (২০), ইদ্রিস মাহমুদ (১৯), সাজ্জাদ হোসেন (২০), রায়হান বিন সিদ্দিক (১৯) এবং নাঈমুল হাসান ইরফান (২১)।

এদিকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ ব্যাংক কলোনি, ঝর্ণাপাড়া, হালিশহরের মইন্যাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আট শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া নগরীর পতেঙ্গায় নুর মোহাম্মদ নামে ছাত্র শিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম রাত ১১টার দিকে বলেন, গোপন খবরের ভিক্তিতে শিবিরের চন্দনপুরাস্থ নগর অফিসে অভিযান চালিানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে চকবাজার এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

Bootstrap Image Preview