Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে জায়গা হল ভারতের পতিতালয়ে!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৮ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিডিমর্নিং নারী ডেস্কঃ

নারায়ণগঞ্জের বন্দর থেকে সানজিদা আক্তার (১৩) নামের এক কিশোরীকে অপহরণের পর ভারতে পাচারের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ই সেপ্টেম্বর) বন্দর রেল লাইন এলাকার ইয়াসিন মিয়া এবং তার দুই ছেলে যথাক্রমে জাকির, মানিককে আসামী করে বন্দর থানায় অভিযোগটি দাখিল করেন ঐ কিশোরীর পিতা।

সানজিদা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউপি ২নং মাধবপাশা গ্রামের দিন মজুর সালাউদ্দিনের কন্যা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ই আগষ্ট মেয়েটি বন্দর রেললাইন এলাকায় বড় বোন রানী বেগমের বাড়ি বেড়াতে আসে। এ সময় বন্দর ঝাউতলা এলাকার আমদ পাচারকারি ইয়াছিনের বখাটে ছেলে জাকির ও মানিক কিশোরীকে পুরাতন রেললাইন এলাকার রাস্তা থেকে অপহরণ করে তুলে নিয়ে যায়।

পরে, সানজিদা ১৬ আগস্ট রাত ৮ টায় ভারতের একটি নাম্বার থেকে তার বোন রানী বেগমকে ফোনে করে জানায়, ‘অপহরনের পর তাকে ভারতে এক পতিতা পল্লীতে বিক্রি দিয়েছে জাকির ও মানিক।‘

এ খবর পেয়ে মেয়েটির পিতা, পাচারকারী জাকির ও মানিকের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয় ও মারধর করে। নিরুপায় হয়ে তিনি ঘটনার ২৮ দিন পর বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।

বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) হারুন অর রশীদ জানান, অভিযোগটির তদন্ত চলছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview