Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তরুণীকে মাটিতে ফেলে পেটালেন পুলিশ কর্মকর্তার ছেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪০ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪০ PM

bdmorning Image Preview


এক তরুণীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তার ছেলে রোহিত সিং তোমারকে গ্রেফতার করেছে পুলিশ

ঘটনাটি ঘটেছে ভরতে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পুলিশকে উপযুক্ত ব্যবস্থা দিতে নির্দেশ দিয়েছেন

ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের এক কর্মকর্তার ছেলে রোহিত ওই যুবতীকে চুল ধরে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে দিচ্ছেন এবং লাথি চড় দিচ্ছেন। যে ব্যক্তি ভিডিওটি ধারণ করছিলেন তাকে বলতে শোনা যায়, রোহিত বন্ধ করো, অনেক হয়েছে কিন্তু ওই ব্যক্তি বা অন্য কেউ রোহিতকে থামাননি

গত সেপ্টেম্বর দিল্লির উত্তমনগরে ভিডিওটি ধারণ করা হয় পরবর্তী সময়ে টুইটারে ভিডিওটি ছড়িয়ে পড়ে

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং টুইটারে লেখেন, ‘ওই নারীকে মারধরের ভিডিওটি আমার নজরে এসেছে আমি দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পাটনায়কের সঙ্গে ফোনে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি

এদিকে ১৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এক নারী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি নিজেকে রোহিতের বাগদত্তা দাবি করেন এবং ভিডিওটি দেখার পর রোহিতের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা জানান

অন্যদিকে ১৪ সেপ্টেম্বর শুক্রবার নির্যাতিত নারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি জানান, রহিত বন্ধুর অফিসে তাকে ডেকে নেন ধর্ষণ করেন পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করবেন বললে তাকে বেধড়ক মারধর করেন রোহিত

Bootstrap Image Preview