Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে বাড়ি ফেরার পথে ধর্ষিত ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৯ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৯ PM

bdmorning Image Preview


ভারতের মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ১৯ বছরের এক ছাত্রীকে কোচিং থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণ করেছে এক দল দুষ্কৃতকারী। মেয়েটি বাড়ি ফেরার সময় তাকে জোর করে গাড়িতে তুলে নেয়া হয়। পুলিশের কাছে অভিযোগে ওই নির্যাতিতা জানিয়েছেন, দুষ্কৃতকারীরা তার গ্রামেরই বাসিন্দা। বুধবার ভারতের হরিয়ানা রাজ্যের নিজ এলাকায় ধর্ষণের শিকার হয় সেই ছাত্রী।

উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়ুয় ওই শিক্ষার্থী বুধবার তার গ্রামের কাছে একটি কোচিং সেন্টারে যাচ্ছিলেন। পথে একটি গাড়িতে করে আসা তিন ব্যক্তি ওই তরুণীকে জোর করে তুলে নেয় এবং রাস্তার পাশে একটি জমির ভেতর টেনে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে সেই ছাত্রী অজ্ঞান হয়ে গেলে দুর্বৃত্তরা তাকে কাছের একটি বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়।

অভিযুক্তরা সবাই তরুণীর গ্রামের বাসিন্দা বলে জানায় পুলিশ।

তরুণীর পরিবারের অভিযোগ, তারা থানায় ধর্ষণ মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে অবশ্য তারা জিরো এফআইআর করেছে।

রেওয়ার মহিলা থানায় এই ঘটনায় একটি ‘জিরো এফআইআর দায়ের করা হয়েছে। তাদের দাবি, ধর্ষণের ঘটনাটি কোথায় ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। সেই কারণেই জিরো এফআইআর নেওয়া হয়েছে।

Bootstrap Image Preview