Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুদানে পাহাড় ধসে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:১০ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:১০ PM

bdmorning Image Preview


যুদ্ধবিধ্বস্ত সুদানের দারফুরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট পাহাড় ধসে বেশ কয়েকটি বাড়িঘর মাটির নীচে চাপা পড়ে নিহত হয়েছেন অন্তত ২০ জন। দেশটির এক বিদ্রোহী গোষ্ঠী বুধবার একথা জানিয়েছে। আজ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

যে এলাকায় এ ঘটনা ঘটেছে সেখানে সুদানের সরকার নয় বরং একটি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ বজায় রয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীটি জানায়, দারফুরের পার্বত্য জেবেল মারা অঞ্চলে ৭ সেপ্টেম্বর পাহাড় ধসে বেশ কয়েকটি বাড়িঘর মাটির নীচে চাপা পড়ায় এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে। প্রত্যন্ত এই এলাকাটি বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন আর্মি আব্দুল ওয়াহিদ (এসএলএ-এডব্লিউ) এর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে তাদের কাছ থেকে নিরপেক্ষ তথ্য পাওয়া কঠিন।

প্রত্যন্ত এ এলাকা বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন আর্মি আব্দুল ওয়াহিদ (এসএলএ-এডব্লিউ) এর নিয়ন্ত্রণে রয়েছে। এসএলএ-এডব্লিউ এর মুখপাত্র মোহাম্মদ এল-নাইর বলেন, ‘৭ সেপ্টেম্বর জেবেল মারার পূর্বের একটি গ্রামে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে অন্তত ২০ জন মারা গেছে।’

তিনি আরো বলেন, এই ঘটনায় এখনো আরো অনেক লোক ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছে। পাহাড় ধসে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে।’

Bootstrap Image Preview