Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফার্মেসির ভেজাল ইনজেকশনে প্রাণ গেল পিংকির

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪১ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview


সংসার জীবনের ৮ বছরের মাথায় এসে গর্ভধারণ করেছিলেন পিংকি। অনেকগুলো আশা নিয়ে যত্ন করছিলেন নিজের এবং গর্ভে থাকা ভালোবাসার সন্তানটির। কিন্তু কে জানতো তার এ আশা পূরণ হবার আগেই প্রাণ হারাতে চলেছেন তিনি। ফার্মেসির ভেজাল ইনজেকশনে প্রাণ দিতে হয়েছে যশোরের ঐ গৃহবধূ পিংকিকে।

গতকাল বৃহস্পতিবার যশোর সদর উপজেলায় কুইন্স হসপিটাল নামে একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন পিংকি। এঘটনায় একই রাতে হাসপাতালটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় স্থানীয় লোকজন।

গৃহবধূ পিংকি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিতকুমার নাথের ছেলে পার্থ প্রতীম দেবনাথ রতির স্ত্রী।

জানা যায়, রতি-পিংকি দম্পতির ঘরে সন্তান জন্ম নিচ্ছিল না। অনেক চিকিৎসার পর সংসার জীবনের ৮ বছরের মাথায় পিংকি গর্ভধারণ করেন। তিনি গাইনি চিকিৎসক ডা. জাকির হোসেনের তত্ত্বাবধানে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ডাক্তার জাকিরের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে পিংকি একটি মেয়ে সন্তানের জন্ম দেন। সন্ধ্যায় ডা. জাকির প্রসূতির জন্য ‘ওমেপ’ নামে একটি ইনজেকশন (ওমিপ্রাজল গ্রুপ) লেখেন। রাত ৯টার দিকে হাসপাতালের নার্স জেসমিন ওই ইনজেকশনটি প্রসূতির শরীরে পুশ করেন। এর কিছু সময়ের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন পিংকি।

এ ঘটনার পর ডা. জাকির হোসেন দাবি করেন, রোগীর স্বজনরা পাশের একটি ফার্মেসি থেকে ‘ওমিজিড’ নামে ইনজেকশন কেনেন, যেটি ছিল ভেজাল। এই ভেজাল ইনজেকশন পুশ করার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে।

এদিকে মোহিতনাথের পুত্রবধূর অপমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লোকজন কুইন্স হসপিটালে ভাঙচুর চালায়। তারা হাসপাতালটির সপ্তম তলায় উঠে আসবাবপত্র তছনছ করে। ভেঙে ফেলে জানালার গ্লাসগুলো। খবর পেয়ে কোতোয়ালি থানা থেকে বিপুল সংখ্যক পুলিশ হাজির হয় কুইন্স হসপিটালে। তারা উত্তেজিত লোকজনকে হাসপাতাল থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল বাশার হাসপাতালটিতে ভাঙচুরের তথ্য নিশ্চিত করেছেন।

কুইন্স হসপিটালের ব্যবস্থাপক মিঠু সাহা বলেন, লোকজন উত্তেজিত হয়ে সামান্য ভাঙচুর করেছে। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ভুক্তভোগীদের কেউ ভাঙচুরের সঙ্গে জড়িত না। ‘তৃতীয় পক্ষ’ এই ঘটনা ঘটিয়েছে।

Bootstrap Image Preview