Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিবি কার্যালয় থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না ডাকাত সর্দারের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৯ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৯ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গা প্রতিনিধি:

অস্ত্রসহ গ্রেফতারের পর চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে পালানোর ১১ দিন পর আন্তজেলা ডাকাত দলের সর্দার জাহিদুল ইসলামকে আবারো গ্রেফতার করতে হয়েছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সাহায্যে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর (শনিবার) রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রাম থেকে একটি কাটা রাইফেলসহ ডাকাত সর্দ্দার জাহিদুলকে গ্রেফতার করে ডিবি (গোয়েন্দা) পুলিশ। গ্রেফতারের পর ডিবি কার্যালয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাতে একটি কক্ষে আটকে রাখা হয়।

২ সেপ্টেম্বর (রবিবার) ভোরে হ্যান্ডকাপ পরা অবস্থায় জাহিদুল পালিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সাহায্যে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা থেকে ডিবি কার্যালয় থেকে পলাতক জাহিদুলকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে সোপর্দ করা হয়।

Bootstrap Image Preview