Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ঝুনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের তদন্ত শুরু

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৯ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৯ AM

bdmorning Image Preview


৭১ ’এ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনুসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) আন্ত:র্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম জামালগঞ্জ উপজেলার দক্ষিণ কামলাবাজ, কালিপুর, কাজিরগাঁও’র শহীদ পরিবার, অগ্নিসংযোগ, ধর্ষণ ও লুটপাটের শিকার পরিবারের সদস্যদের স্বাক্ষ্য গ্রহণ করেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালে পাকবাহিনী সাথে হাত মিলিয়ে উপজেলা বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, খুন, রাহাজানি, ধর্ষণ, লুপাট করার অভিযোগ করা হয়।

অভিযোগের ভিত্তিতে, ২০১৭ সালের ১২  সেপ্টেম্বর আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামালগঞ্জ সুনামগঞ্জ আদালতে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল মনসুর আহমদ লাল মিয়ার ছেলে বর্তমান উপজেলা চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনুসহ উপজেলার পশ্চিম লক্ষিপুর গ্রামের মফিজ আলীর ছেলে মজনু মিয়া ও একই গ্রামের মৃত আবুল খয়েরের ছেলে এনাম উদ্দিন ৩ জনের নাম উল্লেখ করে আরো ২০ জনকে অপ্সাত নামা আসামী করে একটি মামলা দায়ের করা হয়।  

জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের সদরকান্দি গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল গণি মিয়ার ছেলে আব্দুল জলিল ওই মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আন্ত:র্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন। 

এদিকে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা সদর ইউনিয়নের শহীদ আনসার কমান্ডার আব্দুল জব্বারের ছেলে রেজাউল করিম ও শহিদ পরিবারের সন্তান জামাল মিয়া, মুক্তিযোদ্ধা সংগঠক আব্দুল হামিদ মাস্টারের ছেলে আবুল কালামসহ আরো ১১জন শহীদ পরিবারের সন্তানদের স্বাক্ষ্য নেন আন্ত:র্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম।

একই দিন দুপুরে উপজেলার কালিপুর গ্রামে শহীদ নাগর আলী, ক্ষতিগ্রস্থ আরতাব আলী, ফকির বাড়িসহ নির্যাতিত একাধিক ধর্ষিতা নারীর সাথে কথা বলেন তদন্ত টিম। বিকেলে উপজেলার কাজিরগাঁওয়ে শহীদ দেওয়ান আলী ও সফর আলীর পরিবারসহ অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন তদন্ত টিমের ৪ সদস্য।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনুর বক্তব্য জানতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১০ টা অবধি দফায় দফায় মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ না করায় উনার বক্তব্য পাওয়া যায়নি।

আন্ত:র্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের প্রধান পুলিশ সুপার মোঃ নূর হোসেন বিপিএম  বৃহস্পতিবার  বলেন,  উপজেলা চেয়ারম্যান ঝুনু মিয়াসহ অন্যান্য অভিযুক্তদের ব্যাপারে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 

Bootstrap Image Preview