Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকা সাব এডিটর’স কাউন্সিলের উদ্যোগে কৃতি ছাত্রদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৩ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৮ PM

bdmorning Image Preview


ঢাকা সাব এডিটর’স কাউন্সিল (ডিএইসি) এর উদ্যোগে রাজধানীতে  জেএসসি, পিএসসি এবং এসএসসি পরীক্ষার ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, ঢাকা সাব এডিটর’স কাউন্সিল এর বর্তমান সভাপতি কে. এম. শহীদুল হক এবং ডিএইসি এর সাবেক সাংবাদিক ও সভাপতিগণ।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক বলেন, ‘জীবনে একটি সম্মাননাই যথেষ্ট কাউকে উৎসাহিত করার জন্য। আজকের এই ছাত্ররাই কালকে ভাল কাজের দ্বারা উৎসাহিত হয়ে দেশের জন্য হিতৈষী কাজ করে যাবে, যেমন করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ড. আমিনুর রহমান সুলতান বলেন, ‘ছাত্রছাত্রীরা তাদের জীবনে লক্ষ্য পূরণের মাধ্যমে আসলে তাদের বাবা-মার জীবনের লক্ষ্য পূরন করে। আমরা চাই আমাদের এই কার্যক্রমের মধ্যে দিয়ে আরও অনেক বাবা-মার স্বপ্নই বাস্তবায়িত হোক।’

সভাপতি কে. এম. শহীদুল হক বলেন, ‘সাংবাদিক হতে হলে পড়াশোনার কোন বিকল্প নেই। সবচেয়ে বেশী জ্ঞান রাখতে হবে মুক্তিযুদ্ধের ব্যাপারে।’

অনুষ্ঠানে উপস্থিত ডিএইসি’র সাবেক সভাপতি এবং সাংবাদিকেরা জানান, রেলমন্ত্রী তাদের কাছে নেতা নয় বরং তাদের ভাই। যখনই তারা কোন ভালো উদ্যোগ নিয়েছেন তখনই সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

উল্লেখ্য, অনুষ্ঠানটির মাধ্যমে গত চার বছরের বিভিন্ন বিদ্যালয়ের জেএসসি, পিএসসি এবং এসএসসি পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা দেওয়া হয়।

Bootstrap Image Preview