Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজারের জুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩২ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩২ PM

bdmorning Image Preview


বিক্রমজিত বর্ধন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীর জাঙ্গীরাই এলাকায় হাজী আব্দুল মজিদ বাণিজ্যিক মাকের্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বিভিন্ন মালামালের ১১টি দোকান পুড়ে যায়।

বুধবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মার্কেট ও মালামাল পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বড়লেখা ও কুলাউড়া দমকল বাহিনী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের একটি ব্যাটারীর দোকানের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার জাঙ্গীরাই এলাকায় জাঙ্গীরাই দাখিল মাদরাসা সংলগ্ন হাজী আব্দুল মজিদ কমপ্লেক্সের (মার্কেট) একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন মার্কেটের সবকয়টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের ইজামা এন্ড রোকেয়া স্টোর, বিছমিল্লাহ ফাস্ট এইড ফামের্সী, বিলাল ভেরাইটিজ স্টোর, সাজিয়া ভেরাইটিজ স্টোর, করিম ফার্মেসি, একটি ফার্নিচার মার্ট, কুমিল্লা ট্রেডার্সসহ ১১টি দোকান ভস্মিভুত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনায় পার্শবর্তী দোকানগুলো রক্ষা পায়।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বণিক ও জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বড়লেখা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, কুলাউড়া ও বড়লেখা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট যৌথভাবে দুইঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মার্কেটের একটি ব্যাটারীর দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়েছে।

Bootstrap Image Preview