Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলংকায় পশু বলি নিষিদ্ধের সিদ্ধান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৫ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৩ AM

bdmorning Image Preview


শ্রীলংকার ধর্মীয় আচার-অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের পশু এবং পাখি বলি দেয়ার রীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকার সরকার। সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে হিন্দু ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। বেশিরভাগ হিন্দু উদারপন্থী এটিকে সমর্থন করছেন বলেও তিনি জানান।

হিন্দু ধর্মের রীতি অনুসারে দেবতাদের সন্তুষ্ট করার জন্য ছাগল, মহিষ ও মুরগি মন্দিরে বলিদানের মাধ্যমে উৎসর্গ করা হয়।

এব্যাপারে অনেক হিন্দু ধর্মাবলম্বীরা আপত্তি করে জানিয়েছেন, এতে তাদের ধর্মীয় স্বাধীনতা ব্যাহত হবে। কারণ এটি তাদের ধর্ম বিশ্বাসের একটি অংশ, যা প্রাচীনকাল থেকে চলে আসছে এবং এখনও অব্যাহত থাকা উচিত।

এদিকে দীর্ঘদিন ধরে সংখ্যাগুরু বৌদ্ধ ধর্মাবলম্বীরা এটিকে নিষ্ঠুরতা বর্ণনা করে এর বিরুদ্ধে আপত্তি করে আসছেন। হিন্দু ও মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় আচারের অংশ হিসেবে কেটে বা জবাইয়ের মাধ্যমে পশু উৎসর্গ করা হয়ে থাকে, যার বিরুদ্ধে আপত্তি করে আসছেন দেশটির পশু অধিকার কর্মী ও বৌদ্ধরা।

প্রসঙ্গত, শ্রীলংকার এই নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না সে দেশের মুসলমানদের কোরবানি। দেশটিতে জনসংখ্যার দিক থেকে মুসলমানদের অবস্থান তৃতীয়। যদিও চলতি বছর মার্চ মাসে দেশটিতে মুসলিমবিরোধী সহিংসতার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং ৪৫০ মুসলিম মালিকানাধীন ঘরবাড়ি ও দোকান ভাঙচুর করা হয়েছে

Bootstrap Image Preview