Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে মাদক-সন্ত্রাস ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৩ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৩ AM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুরে মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মহাদেবপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে নাটশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক আয়নাল হক প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহাদেবপুর থানার এস আই রুহুল আমিন। উক্ত সমাবেশে ২ জন মাদক ব্যবসায়ী সুস্থ্য জীবনে ফিরে আসার সপথ গ্রহণ করেন।

বক্তাগণ, ছাত্র-শিক্ষকসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 

Bootstrap Image Preview