Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লোকসভা নির্বাচনে ‘বাঙালি প্রধানমন্ত্রীর’ দাবি মুখে মুখে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫১ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৩ AM

bdmorning Image Preview


লোকসভা নির্বাচনের প্রায় সাত মাস বাকি। কিন্তু তার আগেই বিজেপি ও কংগ্রেসের ভোটযুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ছে ভোটার এলাকায়। এই নির্বািচনকে ঘিরে তৃণমূলের ডিজিটাল স্লোগান ‘বাঙালি প্রধানমন্ত্রী চাই আর মমতাকে প্রধানমন্ত্রী চাই’। কিন্তু তারা কি সত্যিই একজন বাঙালি প্রধানমন্ত্রীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারবে?

মমতার ডিজিটাল সৈনিকেরা এর মধ্যে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৬৭টিতে গঠন করেছেন ফ্যাম। এক মাসের মধ্যে বাকি কেন্দ্রেও গঠন করা হবে ফ্যাম। ফ্যামের এক কর্মকর্তা জানান, ফেসবুকে ৩০টি গ্রুপ এরই মধ্যে সক্রিয় রয়েছে। হোয়াটসঅ্যাপে এই সংখ্যা ৩০০। এরা সবাই ফ্যামের সদস্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সাড়ে ৮০০ গ্রুপ অ্যাডমিন রয়েছে। এই অ্যাডমিনরাই ২৩ সেপ্টেম্বরের অহীন্দ্র মঞ্চে আয়োজিত সভায় উপস্থিত থাকবেন। ভুয়া খবর মোকাবিলার বিষয়ে সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হবে সভায়।

এই গ্রুপের কাজ হবে বাঙালি প্রধানমন্ত্রীর দাবিকে জনপ্রিয় করে তোলা, তৃণমূলবিরোধী এবং বিজেপির কুৎসার বিরুদ্ধে জবাব দেওয়া। এই সৈনিকদের মূল কাজ হবে বিজেপি বা আরএসএসের অনুগতদের ফেসবুক পেজে ঢুকে প্রতিটি পোস্টের যোগ্য জবাব দেওয়া।

আগামী বছরের মার্চ-এপ্রিল-মে মাসে এই নির্বাচন হওয়ার কথা।

Bootstrap Image Preview