Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভারতের হাইকমিশনার হয়ে শ্রিংলা যুক্তরাষ্ট্রে আর রিভা আসতে পারেন বাংলাদেশে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৮ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৮ PM

bdmorning Image Preview
হর্ষ বর্ধন শ্রিংলা ও রিভা গাঙ্গুলি দাস


কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে কাজের পাঠ চুকিয়ে যুক্তরাষ্ট্রের হাইকমিশনার পদে নিয়োগ পাচ্ছেন বর্তমানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তার বদলে ঢাকায় নিয়োগ পেতে পারেন রিভা গাঙ্গুলি। রিভা এক বাঙালি মহিলা।

রিভা বর্তমানে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক বিভাগ আইসিসিআরের প্রধানের দায়িত্ব পালন করছেন।

দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় ভারতের হাইকমিশনার পদে রদবদল আগামী বছরের শুরুতে হতে পারে। বিশেষ করে বাংলাদেশের নির্বাচন পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করবেন হর্ষ বর্ধন শ্রিংলা। ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় ভারতের হাইকমিশনার পদে যোগ দেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বুধবার বলা হয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ বেশ কতগুলো রাজধানীতে কূটনৈতিক মিশনে রাষ্ট্রদূত পরিবর্তনের পরিকল্পনা করছে ভারত। দ্রুত এসব পরিবর্তন করা হবে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মিয়ানমার, স্পেন ও রাশিয়ায় রাষ্ট্রদূত রদবদল করতে যাচ্ছে ভারত।

রিভার আগে ঢাকায় বাঙালি হাইকমিশনার ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী ও রঞ্জিত মিটাব। রিভার আগে বিনা সিক্রি ছিলেন মহিলা হাইকমিশনার।

রিভা গাঙ্গুলি দাস আগে ১৯৯০ সাল থেকে একটানা চার বছর ঢাকায় ভারতীয় দূতাবাসে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। ফলে বাংলাদেশ সম্পর্কে অভিজ্ঞ এমন একজন দক্ষ কূটনীতিবিদকে বাংলাদেশের দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলাদেশ হাইকমিশনে আরও পরিবর্তন হতে চলেছে। বাংলাদেশের গণমাধ্যমের অত্যন্ত প্রিয়পাত্র রঞ্জন মণ্ডল আগামী বছরে মাসকাটে ভারতীয় দূতাবাসে বদলি হচ্ছেন। ৫৭ বছর বয়সী রিভা ১৯৮৬ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন।

সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তার এক কন্যা ও এক পুত্র। আগে তিনি নেপাল, চীন, স্পেন, হল্যান্ডে কূটনীতিবিদ হিসেবে কাজ করেন। আলবেনিয়া ও মলোডোভার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Bootstrap Image Preview