Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ার ʿডেইলি লিডারশিপ’ পত্রিকার অফিস পরিদর্শন করলেন হাইকমিশনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২১ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২১ PM

bdmorning Image Preview


কূটনৈতিক প্রতিবেদক-

বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান, এনডিসি, ১১ সেপ্টেম্বর নাইজেরিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা The Leadership এর আবুজাস্থ অফিস পরিদর্শন করেছেন।

এ সময় পত্রিকার চীফ অপারেটিং অফিসার (সিইও) বামিডেলেফানিমোসহ উর্ধ্বতন সাংবাদিকবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পত্রিকার সিইও হাইকমিশনারকে স্বাগত জানিয়ে নাইজেরিয়া-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ়করণে তথ্য বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার ক্ষেত্রে তিনি সহায়তার আশ্বাস দেন।

হাইকমিশনার তার বক্তব্যে পত্রিকার সিইওসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে ভবিষ্যতে হাইকমিশন এবং পত্রিকাটির মধ্যে সহযোগিতার একটি সুন্দরবন্ধন তৈরি হবে। পরে তিনি বাংলাদেশ সম্পর্কে তথ্য ও উপাত্তসহ একটি চিত্র তুলে ধরেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের উপর আলোকপাত করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অভিযাত্রাসহ আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের দৃশ্যমান উপস্থিতির কথা জোরালোভাবে তুলে ধরেন।

হাইকমিশনারের উপস্থাপনার সূত্র ধরে উপস্থিত সিনিয়র সাংবাদিকদের অনেকে বেশকিছু বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং হাইকমিশনার তাদের প্রশ্নের জবাব দেন।

মতবিনিময় শেষে হাইকমিশনার বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার, আর্থ-সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, ঐতিহ্য এবং রোহিঙ্গা সমস্যাসহ অন্যান্য বিষয়ে বেশকিছু প্রকাশনা পত্রিকার সিইও'র হাতে তুলে দেন।

অনুষ্ঠানে পত্রিকার উর্ধ্বতন সাংবাদিক ও নির্বাহী পরিচালকবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। হাইকমিশনের হেড অফ চ্যান্সারী  মোহাম্মদ শাহ ইকরামুল হকও এ সময় উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview