Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে ট্রেন থেকে চুরির সময় এক ড্রাম মবিল আটক

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০২:২১ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০২:২১ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে চুরি করা এক ড্রাম মবিল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ সেপটেম্বর) রাত ৮ টার দিকে সান্তাহার জিআরপি থানা পুলিশ এই মবিল উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন থেকে একটি সঙ্গবদ্ধ চক্র রেলের ইঞ্জিন থেকে তেল চুরি করে আসছে। এই চক্রটি রেলের বিভিন্ন ট্রেনের ইঞ্জিন থেকে বিপুল পরিমাণ তেল চুরি করে খোলা বাজারে বিক্রি করে থাকে। রেলওয়ের বিভিন্ন স্তরের লোকদের ম্যানেজ করে তারা যুগ যুগ ধরে এ ব্যবসা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ২৩ আপ রকেট মেইল ট্রেনটি শাহাগোলা স্টেশনে পৌঁছলে এক ড্রাম মবিল ট্রেন থেকে নামানো হয়। বিষয়টি দেখতে পেয়ে ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশ সেখানে এলে মবিল চোরের দল উধাও হয়ে যায়। পরে সান্তাহার জিআরপি থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে ড্রামসহ মবিলগুলো নিয়ে যায়।

এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানার ওসি আকবর হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় রকেট আপ মেইল ট্রেন থেকে মবিলগুলো পাচারের উদ্দেশ্যে শাহাগোলাতে নামানো হয়। পুলিশের নজরে পড়ায় চোরের দল উধাও হয়ে যায়। মবিল উদ্ধার করে সান্তাহার থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview