Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রবিকে ৫০ কোটি টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৯ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৯ PM

bdmorning Image Preview


মোবাইল অপারেটর রবিকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একইসঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে জরিমানার টাকা পরিশোধের জন্য নির্দেশ দিয়েছে বিটিআরসি।

গত মঙ্গলবার রবিকে পাঠানো এক চিঠিতে একথা উল্লেখ করেছে বিটিআরসি। জানা যায়, নেটওয়ার্ক অপারেশনের লাইসেন্স না থাকা এবং লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান বাংলাফোনের কাছ থেকে সেবা নেয়ায় রবিকে এ জরিমানা করা হয়েছে।

এর আগে জুলাইয়েও একবার রবিকে একই বিষয়ে জরিমানা করেছিল বিটিআরসি। তখন জরিমানা পরিশোধে অপারেটরটিকে চিঠিও দেয় কমিশন। কিন্তু সেই চিঠির পরে অপারেটরটি কোনো যোগাযোগও করেনি বলে বিটিআরসির সর্বশেষ চিঠিতে উল্লেখ করা হয়। আগের চিঠির কোনো উত্তর না দেয়ায় এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

তবে এ বিষয়ে বিটিআরসির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

বিতর্কিত বাংলাফোনের কখনোই এনটিটিএন সেবা দেয়ার লাইসেন্স ছিল না। তবে মাঝখানে কিছুদিন বিটিআরসির কাছ থেকে ‘পারমিট’ নিয়ে এ সংক্রান্ত ব্যবসা করে আসছিল অপারেটরটি।

এর মধ্যে সে লাইসেন্সের জন্য আবেদন করলে ২০১৪ সালে তা প্রত্যাখ্যান করে সরকার। একইসঙ্গে তাদের নেয়া পারমিটও আর বাড়ায়নি।

টেলিযোগাযোগ আইন অনুযায়ী এনটিটিএন অপারেটর ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান তাদের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক লিজিং, শেয়ারিং বা ডেভেলপমেন্ট করতে পারবে না।

Bootstrap Image Preview