Bootstrap Image Preview
ঢাকা, ২৭ রবিবার, সেপ্টেম্বার ২০২০ | ১২ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে সাজেদা চৌধুরীর গণসংযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫১ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫১ PM

bdmorning Image Preview


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবার লাবু চৌধুরী হাজার হাজার নেতাকর্মী নিয়ে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে গণসংযোগ করেছেন।

বুধবার সকাল ১১টার দিকে সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের হাজার হাজার নেতাকর্মী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবার লাবু চৌধুরীকে শুভেচ্ছা জানাতে ফরিদপুর নদী গবেষণা হেলিপেডে ছুটে যান। এরপর নগরকান্দা উপজেলার মহিলা রোড ও তালমার মোড় থেকে এ গণসংযোগ শুরু হয়।

প্রায় ৭ শতাধিক মাইক্রোবাস-পিকআপ ও ৩ শতাধিক মটরসাইকেল বহর নিয়ে নগরকান্দা-সালথা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে সালথা-নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, আসাফো, মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ প্রায় ১০ হাজার আওয়ামীকর্মী সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর সাথে ছিলেন বলে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান এ প্রতিনিধিকে জানিয়েছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষে ফরিদপুর-২ আসনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবার লাবু চৌধুরীর এ গণসংযোগ করেন।

Bootstrap Image Preview