Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩১ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview


আফগানিস্তানের জালালাবাদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। আহতের সংখ্যা ১৬৫ জন। পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ নানগাহারে স্থানীয় পুলিশ প্রধানের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মঙ্গলবার এই হামলা চালানো হয়।

এক সপ্তাহের কম সময়ের মধ্যেই এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটলো। কিছু দিন আগেই রাজধানী কাবুলে এক হামলায় ২০ জন প্রাণ হারিয়ে ছিলেন। কর্মকর্তারা বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে আরও সহিংসতা বাড়তে পারে।

পাকিস্তান সীমান্তের কাছাকাছি একটি মহাসড়কে হাজার হাজার আন্দোলনকারীর সমাবেশে আত্মঘাতী হামলাকারী এ বোমা বিস্ফোরণ ঘটায়। এসময় আন্দোলনকারীরা পুলিশ কমান্ডারের বিরুদ্ধে প্রতিবাদ করছিল।

প্রদেশ সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বুধবার নতুন করে এক বিবৃতিতে বলেছেন, নিহত বেড়ে ৬৮ জন হয়েছে। যদিও প্রাথমিকভাবে তিনি ৩২ জন নিহতের কথা বলেন। তবে স্থানীয় প্রভিনশিয়াল কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি ওই সময় ৪৫ জন নিহতের কথা বলেন।

বিগত কয়েক মাসের মধ্যে আফগানিস্তানে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। নিরাপত্তাকর্মীরা সতর্ক করে বলেছেন, আগামী অক্টোবরের সংসদ নির্বাচনের আগে যদি আবারো প্রতিবাদ বিক্ষোভের জন্য মানুষ জড়ো হয় তাহলে এরকম ঘটনা আরো ঘটতে পারে।

Bootstrap Image Preview