Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ছাগলের চিৎকারে ধরা পড়লো বিশাল অজগর

তোফায়েল আহমেদ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৫ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০২:২২ PM

bdmorning Image Preview


শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাগল খেতে গিয়ে ধরা পড়ল বিশাল এক অজগর।

বুধবার বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের পাশে লিচুবাড়ি এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। অজগরটি লম্বায় প্রায় ১২ ফুট এবং ২০ কেজি ওজনের। 

স্থানীয় সূত্রে জানা যায়, লিচুবাড়ি এলাকায় একটি ছাগলের চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে বিশাল আকারের একটি অজগর সাপ দেখতে পান। অজগরটি ছাগলটিকে খাওয়ার জন্য পেঁচিয়ে ধরেছিল। এ সময় তারা অজগরটিকে তাড়া করলে ছাগল ছেড়ে পাশের ঝোপে চলে যায়। পরে এলাকাবাসী বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা অজগরটিকে উদ্ধার করে।

এ সময় বন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, অজরটিকে বন বিভাগ অফিসে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে সেবা দিয়ে অজগরটিকে লাউয়াছড়া উদ্যানে ছেড়ে দেয়া হবে।

প্রসঙ্গত, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে খাবার সংকটের কারণে প্রায়ই লোকালয়ে এসে ধরা পড়ছে বিভিন্ন বন্য প্রাণী। কিছুদিন আগেও একই এলাকা থেকে ছাগল খেতে গিয়ে ধরা পড়ে বিশাল একটি অজগর।

Bootstrap Image Preview