Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে ওআইসির প্রতিনিধি দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৬ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভয়াবহ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি দেখতে রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধিদল।

বুধবার সকাল সাড়ে ১০টায় ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে ১০ সদস্যের প্রতিনিধিদলটি। সেখানে তারা প্রথমে এনজিও পরিচালিত একটি হাসপাতালে পরিদর্শন করেন।

পরে প্রতিনিধিদলটি সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কথা শোনেন। ঘন্টাখানেক পর প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ক্যাম্পে যায়। সেখান থেকে তারা কুতুপালংয়ে শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান।

প্রতিনিধিদলে আলজেরিয়া, ইরান, মালয়েশিয়া, মরক্কো, সুদান ও তুরস্কের সংসদ সদস্যরা রয়েছেন।

উখিয়া থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়ে বলেন, প্রতিনিধি দলটি এখনো ক্যাম্পেই অবস্থান করছে। বিকেলে ক্যাম্প থেকে ফিরে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। এরপরই ঢাকার উদ্দেশে রওনা হবেন তারা।

এর আগে ওআইসির সংসদীয় ইউনিয়নের প্রতিনিধিদলটি মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি সংসদীয় ইউনিয়নকে আরও দৃঢ় ভূমিকা নেয়ার অনুরোধ করেন।

Bootstrap Image Preview