Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গণপিটুনিতে মানুষ মরলেও ক্ষমতায় যাবে বিজেপি: অমিত শাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪১ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪১ AM

bdmorning Image Preview


গণপিটুনিতে মোহাম্মদ আখলাকের মতো কেউ খুনই হোন আর অসহিষ্ণুতার প্রতিবাদে কেউ পুরস্কারই ফেরান, বিজেপিই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ।

বিরোধীদের মতে, হত্যাকাণ্ড বা প্রতিবাদকে গুরুত্ব দেয়ার প্রয়োজন আছে বলেই মনে করছেন না ক্ষমতাসীনবিজেপি।

ভোটমুখী রাজস্থানের রাজধানী জয়পুরে একটি সমাবেশ করেন ভারতীয় জনতা পার্টির সভাপতি। সেখানে বিজেপির ফের ক্ষমতায় ফেরার সম্ভাবনা নিয়ে আরো সুর চড়ান তিনি। আর তা করতে গিয়ে টেনে আনেন উত্তরপ্রদেশের দাদরিতে গণপিটুনিতে হত্যার প্রসঙ্গ।

দাদরিতে স্বঘোষিত গোরক্ষকদের হাতে মোহাম্মদ আখলাকের হত্যার অভিযোগ নিয়ে বেকায়দায় পড়েছিল নরেন্দ্র মোদি সরকার। দেশে অসহিষ্ণুতা বাড়ার প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দেন বিশিষ্ট নাগরিকদের একাংশ। কিন্তু তার পরেও গত বছর উত্তরপ্রদেশে জয় পেয়েছে বিজেপি। রাজস্থানের অলওয়ারেও স্বঘোষিত গোরক্ষকদের হামলায় মৃত্যুর অভিযোগ উঠেছে।

রাজসমুন্দে অভিযোগ উঠেছে লাভ জেহাদে জড়িত সন্দেহে পুড়িয়ে মারার। রাজস্থানের বিজেপি সরকার এ ধরনের ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের।

বুধবার জয়পুরের সভায় অমিত বলেন, যখনই ভোট আসে, তখনই এক দল লোক আখলাক হত্যার প্রসঙ্গ তোলেন। বিশিষ্টজনদের একাংশ পুরস্কার ফিরিয়ে দেন। কিন্তু এসব ঘটনায় বিজেপির জয় আটকানো যায়নি। আমরা আগেও জিতেছি। এবারও জিতব।

তার কথায়, মানুষকে প্রশ্ন করুন তারা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়কে পররাষ্ট্রমন্ত্রী আর মুলায়ম সিংহ যাদবকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেখতে চান কিনা? বিরোধী ও নাগরিক সমাজের একাংশের মতে, অমিতের বক্তব্য থেকে বোঝাই যাচ্ছে বিজেপি এখন ক্ষমতার দম্ভে মত্ত হয়ে রয়েছে।

বিজেপির ৫০ বছর দেশ শাসনের সম্ভাবনা প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র বলেছিলেন, মুঙ্গেরিলাল কি হাসিন স্বপ্নে সিরিয়ালের মুখ্য চরিত্রের মতোই দিবাস্বপ্ন দেখছেন অমিত। এদিন বিজেপি সভাপতির পাল্টা খোঁচা, কংগ্রেসের নেতারা সব নার্সারি রাইমের হাম্পটি-ডাম্পটির মতো চরিত্র। অহঙ্কার ছাড়া তাদের মাথায় কিছু নেই। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার বলেন, পরাজয় সামনে দেখে মোদি-অমিত শাহদের হতাশা বাড়ছে। তাই অমার্জিত শব্দ ব্যবহার করছেন তারা। এতে বিজেপি নেতাদের অহঙ্কারও ফুটে বেরোচ্ছে।

Bootstrap Image Preview