Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেয়াদবিহীন বিস্কুট বিতরণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৮ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৮ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে উপবৃত্তি প্রদানমূলক একটি অনুষ্ঠানে ৯২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নিম্নমানের ও  মেয়াদবিহীন প্যাকেটজাত বিস্কুট বিতরণের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করা হয় বলে জানা যায়।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনাতয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সালের সভাপতিত্বে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন।

জানা যায়, ভৈরবের ৯২টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৪ জন গরিব ও মেধাবী শিশু শিক্ষার্থী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলো। এসময় তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে উপবৃত্তির সাথে শিশু শিক্ষার্থীদের হাতে একটি কলা ও একটি বিস্কুটের প্যাকেট তুলে দেয়া হয়। অথচ বিতরণকৃত বিস্কুটের প্যাকেটের মোড়কে মূল্য, উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ কোনোটাই উল্লেখ ছিলো না। এতে উপস্থিত শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠে। অভিভাবকদের হাতে থাকা মেয়াদহীন নিম্নমানের বিস্কুটের প্যাকেটগুলো কেউ কেউ ছুড়ে ফেলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত পৌরসভার স্যানেটারি পরির্দশক নাসিমা বেগম জানান, এ ধরনের মেয়াদহীন বিস্কুট শিশু শিক্ষার্থীদের দেয়া উচিত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, বিস্কুট ক্রয়ের ঘটনাটি আমি অবহিত ছিলাম না। বিষয়টি আমি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Bootstrap Image Preview