Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লালপুরে পদ্মার ভাঙন, আতঙ্কে গ্রামবাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:১১ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:১১ PM

bdmorning Image Preview


নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার মধ্যেদিয়ে প্রবাহমান প্রমত্তা পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে-সাথে তীব্র ভাঙন না থাকলেও নদীর বাঁ দিকে পাড় রক্ষায় নির্মিত সিসি ব্লক ধসে তা নদীগর্ভে বিলীন হতে চলেছে। এর ফলে হুমকীর মুখে পড়েছে নদী তীরবর্তী নূরুল্লাপুর গ্রামের মানুষ। আতঙ্কে কাটছে তাদের দিন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী তীরবর্তী নুরুল্লাপুর আতাউরের আমতলা নামক স্থানে সিসি ব্লক নির্মিত তীর রক্ষা বাঁধে প্রায় ৩০০ গজে ধস নেমেছে। পানি বৃদ্ধি পাওয়ায় নুরুল্লাপুর পয়েন্টে ব্লক ধসে যাওয়ার চিত্র দৃশ্যমান।

নুরুল্লাপুর গ্রামের আমজাদ হোসেন (৭৫), সামির উদ্দিন (৭০), রেজাউল (৬০), আবু বক্কার (৪৬) আহাদ আলী মালিথা (৭৫) জানান, গত কয়েক বছর আগে নির্মিত এই বাঁধ পানি বৃদ্ধির সাথে সাথে ধসে গেছে। দু'দিন আগে ধসে যাওয়ার পরিমাণ ছিল প্রায় ১০০ গজ, কিন্তু এখন তা প্রায় ৩০০ গজ ছাড়িয়ে গেছে। পানি কমতে থাকলে তা বিকট আকার ধারণ করবে বলে সকলে মত প্রকাশ করেন।

স্থানীয় নূরুল্লাপুর গ্রামের বাসিন্দারা নদী ভাঙন রক্ষায় বিশেষ দোয়া প্রার্থনা ও মিলাদ মাহফিল করেছেন এবং স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে বাঁশ ও কাশফুল দিয়ে ভাঙন রোধের শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষেও আশু দৃষ্টি কামনা করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের নাটোরের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, নুরুল্লাপুর পয়েন্টে ব্লক নদীগর্ভে ধসের খবর শুনেছি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, পানি উন্নয়ন বোর্ডে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview