Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার বিদেশের মাটিতে সেবা দেবে পাঠাও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview


দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও। ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই নেপালে নিজেদের কার্যক্রম শুরু করবে পাঠাও।

পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসাইন এম ইলিয়াস জানান, কয়েক সপ্তাহের মধ্যে নেপালে কার্যক্রম শুরু করবে পাঠাও। সরাসরি সেখানে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা দিয়ে থাকবে পাঠাও।

পাঠাও সূত্রে জানা গেছে, নেপালে সরাসরি রাইড শেয়ারিং সেবা দেবে বাংলাদেশের এই ১০০ মিলিয়ন ডলারের স্টার্টআপটি। সেখানে পাঠাওয়ের অফিস ও কর্মীর মাধ্যমে এই সেবা দেওয়া হবে।

উল্লেখ্য, নেপালে ইতোমধ্যে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা চালু করেছে টুটলি, সাড়থি এবং ইডি ক্যাব নামে কয়েকটি প্রতিষ্ঠান।

Bootstrap Image Preview