Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘আসল বই’ লিখেই উডওয়ার্ডকে মিথ্যা প্রমাণ করবেন ট্রাম্প!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২১ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৩ AM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসক হিসাবে বিশ্বের কাছে কেমন তা সবার কমবেশ ধারণা আছে। কিন্তু তিনি যে লেখক তা হয়তো অনেকেই জানেন না। অবাক হলেও এই সত্যের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই মুখ খুলেছেন। এবার লেখক হিসাবে ট্রাম পরিচিত হবেন বিশ্বে। ট্রাম্পকে নিয়ে লেখা উডওয়ার্ডের বইটির জবাব দিতেই ট্রাম্প লেখক হবেন। ‘আসল বই’ লিখেই উডওয়ার্ডকে মিথ্যা প্রমাণ করবেন  ট্রাম্প! 

তিনি বলেছেন, তিনি তাঁর প্রশাসন নিয়ে ‘আসল বই’ লিখবেন। তিনি ওয়াটারগেট রিপোর্টার বব উডওয়ার্ডের বই ‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস’কে ‘বানোয়াট’ বলে উল্লেখ করে টুইট করেন।

ট্রাম্প আরও বলেন, ‘উডওয়ার্ডের বই হচ্ছে একটা ঠাট্টা, এবার নামহীন ও অজ্ঞাতনামা সূত্র উল্লেখ করে আমার বিরুদ্ধে আরেকটা আক্রমণ। অনেকেই ইতিমধ্যে বলেছেন, তাঁদের বলে চালানো কথাগুলো আসলে বইটার মতোই বানোয়াট। ডেমোক্র্যাটরা হার সহ্য করতে পারে না। আমিই লিখব আসল বইটা।’ উডওয়ার্ডের বইয়ে ট্রাম্প প্রশাসন ‘স্নায়ুবৈকল্যে’র অবস্থায় রয়েছে বলে বর্ণনা করা হয়েছে।

বইটি আমাজনে ইতিমধ্যে সর্বোচ্চ বিক্রীত বইয়ের তালিকায় চলে এসেছে। এতে ব্যবহৃত বহু উদ্ধৃতি সূত্রের নাম উল্লেখ না করে ব্যবহার করা হয়েছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি ও প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস তাঁদের নাম উল্লেখ করা উদ্ধৃতিগুলো তাঁদের নয় বলে দাবি করেছেন।

উডওয়ার্ড অবশ্য বইটিতে বলা কথাগুলো ঠিক বলে দাবি করে আসছেন। তবে অনেকে বইটির সমালোচনাও করছেন। পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ক্রিস হেজেস বলেন, বইয়ে উল্লিখিত দাবিগুলো সত্যি না মিথ্যা, সেটা বড় কথা নয়। ওগুলো ‘আসল সমস্যা থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে’।

Bootstrap Image Preview