Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কলকাতা বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ বাংলাদেশি আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১১ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১১ AM

bdmorning Image Preview


ভারতের নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ত্র ও গুলিসহ এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী ।

সোমবার (১০ সেপ্টেম্বর) বিমাবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর সদস্যরা তাকে আটক করে। পরে তাকে থাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটকৃত ওই বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ গোলাম হায়দার(৭১)।তার বাড়ি বাংলাদেশের সিরাগঞ্জে।

বিমান বন্দর সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ওই ব্যক্তির দেশে ফেরার কথা ছিল। পরে ওই বাংলাদেশি নাগরিকের লাগেজ চেক-ইন’ এর সময় তার ব্যাগ থেকে ৩৬ রাউন্ড পয়েন্ট ৩২ বোরে আম্মো গুলি (রিভলবারের গুলি) উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দুই বছর আগেই কলকাতা বিমানবন্দরে আন্তর্জাতিক টার্মিনালে যাত্রীদের ব্যাগেজ পরীক্ষার জন্য চারটি স্তরে চেক-ইন ব্যবস্থা চালু হয়। প্রথম তিনটি স্তর পার হয়ে যাওয়ার পরই সন্দেহ হওয়ায় নিরাপত্তা কার্যালয়ে হায়দারকে ডেকে পাঠানো হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

জেরায় হায়দার জানান, অস্ত্র বহনের বৈধ নথি তার কাছে রয়েছে। বাংলাদেশের সিরাজগঞ্জ পুলিশ থানা থেকেই রিভলবারের লাইসেন্স পেয়েছিলেন, যার লাইসেন্স নম্বর ১৩৩/১৯৮২। ওই বন্দুকের জন্যই তিনি এই গুলি বাংলাদেশ নিয়ে যাচ্ছিলেন। যদিও তদন্তকারী কর্মকর্তাদের সামনে তিনি কোনো বৈধ নথিই দেখাতে পারেননি বলে জানা গেছে।

বাংলাদেশি নাগরিক গোলাম হায়দারের গ্রেফতারি নিয়ে বিমানবন্দর থানার পুলিশ ইতিমধ্যেই কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে জানিয়েছে। কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আইবি) এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট (ডিডি)কেও গ্রেফতারের ঘটনাটি জানানো হয়েছে।

Bootstrap Image Preview